তিসা , তনি, মামুন এবং মিষ্টি এই ৪ জনই বিয়ের আগে অনেক গরিব ছিলো, ঠিক যে দিন থেকে বুড়া বেডা/বেডির হাত ধরছে , তাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে , গরিব থেকে রাতারাতি কোটি পতি হয়ে গেছে ।
আমি কি বুঝাতে চেয়েছি এতোক্ষণে হয়তো বুঝে গেছেন , আর সময় নষ্ট করবেন না !!
এটা আসলে যারযার ইচ্ছে আর প্রয়োজন সংক্রান্ত বিষয়। তনি কিন্তু একটা আগের ঘরের মেয়ে নিয়ে বিয়ে করেও সুখি আছে বর্তমানে আর তিশা অতি সাসন থেকে বেরিয়ে এসেও আলহামদুলিল্লাহ। মিষ্টি এখন তার ও তার পরিবারের জন্য সব করতে পারছে।
তারা ভালো আছে তাহলে মানুষের এতো সমস্যা হবার কথা না।
শরিয়া মোতাবেক বিবাহ করায় যেহেতু কোনও বাধা নাই, তাহলে মানুষের এতো সমস্যা কোথায় বুঝিনা।!!!
আমি বুঝলাম না লায়লা বাড়ি লিখে দিবে বলেও কেনো বাড়ি দিলো না?মামুন তো বলছেই একদিকে বাড়ি লিখে দিবে আরেকদিকে মামুন বিয়ের রেজিষ্ট্রিতে সাইন করবে।
মানলাম লায়লা বাড়ি দেই নাই,কিন্তু মামুন কি পরিমাণ অকৃতজ্ঞ চিন্তা করছেন?লায়লা তাকে গাড়ি দিলো,থাকায় জায়গা দিলো,গ্রামে মামুনের একতলা বাড়ি তৈরী করতে হেল্প করলো,২১ সালের কোরবানি ঈদে তে আস্ত একটা গরু কিনে দিলো,দামী ফোন,দামী খাবার,দামী পোশাক দিলো,এসিতে থাকা শিখাইলো।মামুনের পিছে ৩০-৪০ লাখ টাকা খরচ করলো।
বিনিময়ে শুধু মামুন কেই চাইলো।মামুনের থেকে একটা পরিচয় চাইলো,স্ত্রীর মর্যাদা চাইলো।খুব বেশী কিছু কি চেয়ে ফেলছে মেয়েটা????
এদিকে মানুনের মা কি বলছে,উনি বলছে, লায়লা তার ছেলেকে ১০ তলা বা্ড়ি লিখে দিলে বিয়ে করবে।সেই বাড়ি আর লিখে দেয় না।একটা ২৩/২৪ বছরের ছেলে কোন কিছুর বিনিময় ছাড়া কেনো একজন ৪৮ বছরের মহিলাকে করবে???ওর তো পুরো জীবন টাই পরে আছে।আবেগে নাহয় একটা সম্পর্কে জড়ায়া গেছে,সেটার মাশুল কি এই বাচ্চা ছেলেটাকে দিতে হবে???মামুন নাহয় ছোট,এখনো * গছায় নাই।কিন্তু লায়লা!সে তো এডাল্ট,বুদ্ধিমতি যথেষ্ট বয়ষ্ক একজন মানুষ।সে কেন এই ভুল করলো????
মামুনের উকিলও এটাই বলছে, লায়লা এডাল্ট,মামুন থেকে বয়সে,আচরনে,বুদ্ধিতে পরিপক্ব।তাকে মামুন একবার,দুইবার,বারবার ধর্ষ * ণ করার পরও কেন সে মামুনকে তার বাড়িতে রাখলো?সে কেনো বারবার মামুনকে তার কাছে আটকে রাখতে চাচ্ছে।আবার মামুন কে ব্ল্যাকমেইল করছে ৯০ লাখ টাকা না দিলে সে মামুনের বিরুদ্ধে মামলা তুলে নিবে না।হয় তা