41 w - Translate

তিসা , তনি, মামুন এবং মিষ্টি এই ৪ জনই বিয়ের আগে অনেক গরিব ছিলো, ঠিক যে দিন থেকে বুড়া বেডা/বেডির হাত ধরছে , তাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে , গরিব থেকে রাতারাতি কোটি পতি হয়ে গেছে ।

আমি কি বুঝাতে চেয়েছি এতোক্ষণে হয়তো বুঝে গেছেন , আর সময় নষ্ট করবেন না !!
এটা আসলে যারযার ইচ্ছে আর প্রয়োজন সংক্রান্ত বিষয়। তনি কিন্তু একটা আগের ঘরের মেয়ে নিয়ে বিয়ে করেও সুখি আছে বর্তমানে আর তিশা অতি সাসন থেকে বেরিয়ে এসেও আলহামদুলিল্লাহ। মিষ্টি এখন তার ও তার পরিবারের জন্য সব করতে পারছে।
তারা ভালো আছে তাহলে মানুষের এতো সমস্যা হবার কথা না।
শরিয়া মোতাবেক বিবাহ করায় যেহেতু কোনও বাধা নাই, তাহলে মানুষের এতো সমস্যা কোথায় বুঝিনা।!!!

image