
৳60000 Per Month
৳90000 Per Month
জবের ধরনঃ পার্ট টাইম (পার্ফরমেন্স আউট স্ট্যান্ডিং হলে ফুল টাইমের জন্য অফার করা যেতে পারে)
জনবলের ধরনঃ টেকনিক্যাল পার্সোন।
পেমেন্ট টাইপঃ টাস্ক কমপ্লিট দেন পেমেন্ট।
কাজের ধরনঃ নির্ধারিত গাইডলাইন অনুযায়ী সেলারের নিকট ফিজিক্যালি যেতে হবে, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক তাদেরকে কনভেন্স করতে হবে, কম্পানী থেকে ব্রিফকৃত ইনস্ট্রাকশন সেলারকে ইনজেক্ট করতে হবে, পাশাপাশি প্যাক্টিক্যালি দেখিয়ে দিতে হবে কিভাবে কি করতে হবে।
কি কি যোগ্যতা থাকতে হবেঃ
★ কোন প্রকার সার্টিফিকেট এর প্রয়োজন নাই, প্রাইমারি ফেইল হলেও সমস্যা নাই, নির্ধারিত কাজটি সঠিকভাবে করতে পারলেই হবে।
১। স্মার্ট লুকিং হতে হবে।
২। নিজস্ব ল্যাপটপ থাকতে হবে।
৩। ই-কমার্স সম্পর্কে ধারনা থাকতে হবে।
৪। সুন্দর করে কথা বলতে জানতে হবে।
৫। ডিজিটাল মার্কেটিং নলেজ থাকতে হবে।
৬। কাজ শুরু করার পূর্বে এক সমপ্তাহ সময় দেওয়া হবে কাজের ধরন জানার জন্য।
৭। তারপর ইন্টারভিউ হবে, পাস করলে জব কনফার্ম হবে।
★পেমেন্ট কিভাবে দেওয়া হবে?
উদাহরণঃ আপনাকে একটা টাস্ক দেওয়া হল, আপনি সেই টাস্কটি সুন্দর করে সম্পন্ন করলেন। সংগে সংগে আপনার একাউন্টে পেমেন্ট চলে যাবে। প্রত্যেক টাস্ক কমপ্লিট করার জন্য আপনি ৫০০ টাকা করে পেমেন্ট পাবেন। যদি দৈনিক একাধিক টাস্ক কমপ্লিট করতে পারেন, তাহলে দৈনিক একাধিকবার পেমেন্ট পাবেন। এক্ষেত্রে যাদেরকে আপনি সেবা দিবেন, তাদের যেকোন প্রয়োজনে আপনাকে নক দিলে স্মার্টলি রেসপন্স করতে হবে, এড়িয়ে যাওয়া যাবেনা।
আপনার ভালো পার্ফরমেন্সের উপর অবশ্যই আপনাকে সম্মানি প্রদান করা হবে।
★আগ্রহী প্রার্থীগন নিচের (https://zezbook.com)ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করুন, আপনার একাউন্টের প্রয়োজনীয় সকল তথ্য ফিল করে, পোস্ট অপশনে যেয়ে আপনার একটা ছবি দিয়ে লিখুন #সেলার_রিলেশনশিপ_ম্যানেজার। এতটুকু কাজ করতে পারলে আমরা প্রাথমিকভাবে আপনাকে ইন্টারভিউ এর জন্য নির্বাচন করবো।
https://zezbook.com
ধন্যবাদ।