১..জুনকো ফুরুতা -
১৭ বছর বয়সী জাপানিজ মেয়ে জুনকো ফুরুতা ২২ নভেম্বর, ১৯৮৮ সালে স্কুল শেষে ঘরে ফিরতে নিয়েও আর কখনোই ঘরে ফিরতে পারেনি। জোকামিসাকু এবং তার ৩ সাথী জুনকোকে কিডন্যাপ করে। তারপর একটি ঘরে তাকে ৪৪ (২৫ নভেম্বর - ৪ জানুয়ারি) দিন বন্দী করে রাখা হয়। এটাকে "44 days of hell" বলা হলে আরো স্পষ্ট হয়। অবাক করার বিষয় হলো, রেপিস্টরা জুনকোর ক্লাসমেট ছিল। কারণ বলতে গেলে, জুনকোর না করেছিল ছেলেটির সাথে রিলেশনসীপে যাওয়ার জন্য
২..সোহাগী জাহান তনু
১৯ বছর বয়সী তনু কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনুর মৃতদেহ ২০১৬ সালের ২০শে মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়া যায়। ও প্রাইভেট টিউটরের কাছে পড়তে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিল।
৩..মৌমিতা দেবনাথ
৩১ বছর বয়সী মৌমিতা দেবনাথ, পশ্চিমবঙ্গের RG Kar Medical College-এর চিকিৎসক। যার আহাজারির কথা এখন কারোরই অজানা নয়।
তিনটা ঘটনা, তিনটা দেশ, সংস্কৃতি আলাদা সবকিছু আলাদা। মিল শুধু একই জায়গায়। তা হলো মেয়ে এবং নারী। যারা মৃত্যুর যন্ত্রণার চেয়েও বেশি যন্ত্রণা সহ্য করে একবুক ঘৃ"ণা নিয়ে চলে গেল চিরদিনের জন্য।

Sagir Ahmed
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?