চলুন আজ আপনাদের এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার এর আমলে আমার ৪০ দিন জেল হাজত এর গল্প শুনাই।
শুরুতেই বলি,আমার পরিবার এর কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, কখনোই ছিলনা। আমি স্কুল জীবন থেকেই একজন হাবাগোবা, বেকুপ মার্কা ছেলে হিসেবে পরিচিত।আমি সেই স্কুল থেকেই রাজনীতি ত দূরের কথা, ঘর থেকে বের হওয়ার সাহস পেতাম না।রাজনীতি নিয়ে আমার কোনদিন কোন ইন্টারেস্ট জাগে নাই সেকাল একাল।স্কুল জীবন কোনরকম পার করে কলেজ জীবনে আসলাম।কলেজ জীবনে একাডেমিক পড়াশোনা আমি বলতে গেলে একদম করিইনাই কিন্তু কলেজ জীবন থেকেই আমার দু একজন ঢাবির বড় ভাই আর আমার ফ্রেন্ড নিশান থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিলাসিতা সম্পর্কে সবসময় শুনে আসতাম যেটা আপনারাও শুনে আসছেন হয়তো। এই থেকেই আমার মনে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এর জন্য আলাদা একটা আবেগ তৈরি হই গেছিল। যেভাবেই হোক, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় এ পড়া চাই।
এই নিয়ে, ইন্টার পরীক্ষা কোনমতে শেষ করে চট্টগ্রাম শহরে রওনা দিলাম,সাথে ছিল মাইন, তারেক ভাই।নিশান,মেহেদি আগে থেকেই শহরে একটা মেচ এ ছিল।তারপর আমরা ৬ বন্ধু মিলে চট্টগ্রাম শহরে চকবাজার এলাকার, রসুলবাগ আবাসিক এ একটা ফ্ল্যাট ভাড়া নিলাম। একটা কোচিং এ আমরা এডমিশন টেস্ট এর জন্য ভর্তিও হলাম।শুরু হই গেল আমাদের ঢাবি এর জন্য প্রিপেশন। দিন,রাত,সকাল,দুপুর সবাই পড়াশোনা নিয়েই থাকতো। পড়াশোনা ছাড়া আমরা এক্সট্রা কোনদিন কোনকিছু নিয়ে আলোচনা করিনি।যা আলোচনা ছিল তা শুধুই পড়াশোনা কারণ উদ্দেশ্য ছিল সবারই এক - ঢাকা বিশ্ববিদ্যালয়।
বলে র
