সুপার ফাস্ট দেশ সেরা হোস্টিং প্যাকেজ কিনুন , বিকাশ/ রকেট এর মাধ্যমে

تبصرے · 470 مناظر

সেদিনও ঢাকা থেকে একটি কর্পোরেট কোম্পানীর টেকনিক্যাল ডিপার্টমেন্ট হেড সাদেক সাহেব আমাদের জিজ্ঞেস করেছিলেন &q

সেদিনও ঢাকা থেকে একটি কর্পোরেট কোম্পানীর টেকনিক্যাল ডিপার্টমেন্ট হেড সাদেক সাহেব আমাদের জিজ্ঞেস করেছিলেন "স্পীড ভালো হবে তো? নাহলে কিন্তু মানিব্যাক করতে হবে" আর এখন উনি তার অফিসের আরো ৭ জন কলিগকে আমাদের সার্ভিস রিকমেন্ড করেছেন।

একবিংশ শতাব্দীতে এসেও যদি আপনার ওয়েবসাইট নব্বই দশকের স্পীডে লোড হয় তবে কাঙ্খিত রেজাল্ট না আসা খুবই স্বাভাবিক। তাই শুধুমাত্র সস্তা হোষ্টিং খোঁজার থেকেও গুরুত্বপূর্ণ হলো কম খরচে বেস্ট হোষ্টিং নির্বাচন করা।

বিজনেস, পোর্টফলিও বা ই-কমার্স ওয়েবসাইট, অনলাইনে সফলতা পাওয়ার জন্য সুপার ফাস্ট স্পীড ও যেকোন প্রয়োজনে ইন্সট্যান্ট সাপোর্ট এর বিকল্প নেই।

তাই ওয়েবসাইট এর দুর্দান্ত স্পীড নিশ্চিত করতে আমাদের রয়েছে ক্লাউড বেইসড হাই পারফরম্যান্স সার্ভার এ হোষ্টিং সুবিধা। যেকোন সমস্যা বা সহযোগিতায় থাকছে ইন্সট্যান্ট সাপোর্ট সিস্টেম। সরাসরি কল, চ্যাট ও টিকিট সাপোর্ট দিনের ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন।

বাংলাদেশে আমরাই প্রথম যারা কোন শর্ত ছাড়াই শতভাগ মানিব্যাক নিশ্চিত করে থাকে। তাই একজন গ্রাহক থাকেন শতভাগ নিশ্চিন্ত।

আমরা আমাদের হোষ্টিং সেবা নিয়ে এতোটাই কনফিডেন্ট যে হোষ্টিং কেনার পর যদি আাপনি মনে করেন যে ওয়েবসাইটের স্পীড সুপার ফাষ্ট হয়নি বা আশানুরুপ সার্ভিস অথবা সাপোর্ট পাচ্ছেন না তবে আমরা কোন প্রশ্ন করা ছাড়াই শতভাগ রিফান্ড নিশ্চিত করবো।

আমাদের প্রতিটি হোষ্টিং প্যাকেজের সাথে থাকছে:

✅ফ্রি WildCard এসএসএল সার্টিফিকেট

✅সুপার ফাষ্ট SSD ও ১৬+ সিডিএন সার্ভার

✅আনলিমিটেড সাবডোমেইন, ব্যান্ডউইথ ও ইমেইল

একসাথে ৩ বছরের জন্য হোষ্টিং অর্ডার করলে সাথে ফ্রি .COM/.ORG/.NET ডোমেইন।

বিস্তারিত ফিচার্সগুলো দেখতে নীচের লিংকটিতে ক্লিক করুন:

Ø  https://my.hostnin.com/aff.php?aff=359

পেমেন্ট মেথড: বিকাশ, রকেট, নগদ, সেলফিন, উপায়সহ ক্রেডিট, ডেবিট, ভিসা এবং মাস্টারকার্ড।

অটোমেশন প্রসেসে অর্ডার করার পর পেমেন্ট করার মাধ্যমে অটোমেটিক সবকিছু একটিভ হয়ে যাবে এবং লগিন একসেস আপনার ইমেইলে পেয়ে যাবেন।

বিস্তারিত কথা বলতে চাইলে আমাদের কল দিতে পারেন:

?01325875955 (হোয়াটসএ্যাপ)

২৪/৭ একটিভ কল সাপোর্ট, শুধুমাত্র হোয়াটসএ্যাপে।

تبصرے