32 w - Translate

আসিফ_মাহমুদ যুব ও ক্রীড়া উপদেষ্টা_

এই মুহুর্তে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি মাশরাফি বিন মুর্তজা কে দায়িত্ব দেওয়ার জন্য (আসিফ মাহমুদ) ভাই আপনাকে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। তবেই বাংলাদেশ ক্রিকেট বোড উন্নতি করবে ইনশাআল্লাহ ।

আর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও ইমরুল কায়েস ভাই কেও দলে ফিরিয়ে আনার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

এছাড়াও যারা রাজনৈতির শিকার হয়ে, বাংলাদেশ দলে খেলার জন্য জায়গা পাচ্ছে না, যোগ্যতা থাকা সত্ত্বেও খেলতে পারিনি, তাদের কেও ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছি।

এজন্য চাই শক্ত টিম লিডার ও সভাপতি। তাই আমাদের মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবালকে এই দুঃসময় ক্রিকেট অনঙ্গনে খুবই প্রয়োজন । মানুুষ মাত্র ভুল,আর ভুলত্রুটি থাকাটাই স্বাভাবিক ,ভুলগুলো শুধরে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
আমরা অনেকেই ছিলাম,কিছু বলতে পারিনি,বুকে বোবা কষ্ট চেপে নিরবে সহ্য করে গেছি।আর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের মুক্তি দিন।
হয়তো মাশরাফি ভাই আমাদের তাদের ভিতরে একজন।আমাদের নড়াইলে গর্ব মাশরাফি ভাইকে ভুল শুধরাবার একটিবার সুযোগ দেয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

#bangladesh #everyone #cricket

image