1 w - Translate

ভুড়ি ভুড়ি টাকা আর বিলাসী জীবন রিস্কে ফেলে কেউ কী চাইবে ফিফার ১৮৫ নাম্বার দলের হয়ে প্রতিনিধিত্ব করতে? তাও যদি হয় একজন দুনিয়ার সেরা লীগ- প্রিমিয়ার লীগের খেলোয়াড়!

তবে লাইফে টাকা আর বিলাসী জীবনই সবকিছু নয়! কখনো কখনো মাতৃভূমিই সবকিছু। দেশের জন্য কখনো কখনো রিস্ক নিতে হয়।দেশের মানুষের ভালবাসার জন্য, সেটাই করে দেখিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী।

তুমি যে আশা নিয়ে বাংলাদেশ ফুটবলে এসেছ সেটা পূরণ হোক।আমরা তোমার সাথে আছি ১৮ কোটি মানুষ। আমরা তোমাকে ভালবাসি হামজা দেওয়ান চৌধুরী। ⚽️🇧🇩

image